কচুয়ায় কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২০-২০২১ অর্থবছরে খরিপ-২মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ২১০জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হযেছে। ৩০ জুন বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গনে ১৬০জন উপশী কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ ,১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং হাইব্রিড ৫০ জন কৃষকের মাঝে জনপ্রতি ২কেজি ধানের বীজ,২০কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করেন প্রধান অতিথি কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: সোফায়েল হোসেন,কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,উপসহকারি কৃষিকর্মকর্তা মো: ফারুক হোসেনসহ ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের উপকারভোগী কৃষকবৃন্দ
Leave a Reply