২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচন চলতি বছরের সেপ্টেম্বর নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচনকে ঘিরে প্রার্থীও ভোটররে মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হয়েছে।এই নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়রম্যানদেও পাশাপাশি মেম্বার পদের প্রর্থীরাও প্রচারনায় পিছিয়ে নেই।কচুয়া সদর দক্ষিন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ঘাগড়া গ্রামের মো; মানিক হোসেন মেম্বার এ নির্বাচনেও মেম্বার হিসেবে প্রতিদ্বন্দিতা করার ঘোষনা দিয়েছেন। মো: মানিক হোসেন ছাত্রলীগ থেকে শুরু করে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে। আমার ওয়ার্ডের জনগনের সুখ দু:খে সবসময় পাশে আছি এবং থাকব। করোনাকলীন সময়ে কর্মহীন অসহায় মানুষের পাশে থেকে সরকারি সহায়তার পাশাপশি নিজস্ব অর্থায়নে মাুষকে সহযোগীতা করছি।বয়স্ক ,বিধাব, প্রতিবন্ধি ভাতা করে দিয়েছি। রাস্তা, ব্রীজ কালভার্ট করেছি। আওয়ামী লীগের দু: সময়ে আমার এলাকার মানুষের সাথে থেকেছি। মেম্বার নির্বাচিত হয়ে সরকারের সকল সুযোগ সুবিধা যা বরাদ্ব পেয়েছি সাধারন জনগনের মাঝে বিতরণ করেছি। প্রধানমন্ত্রীর একটি বাড়ি একটি খামার প্রকল্পে ৪টি অসহায় পরিবারকে ঘর দিয়েছি। আমি বিশ্বাস করি এ নির্বাচনেও মানুষ আমাকে ভোট দিয়ে মেম্বার হিসেবে নির্বাচিত করবে। আমি সকলের সমর্থন ও দোয়া প্রত্যাশী।
Leave a Reply