মুজিব বর্ষ উপলক্ষে ধর্মীয় ভুল ব্যাখ্যা দূর করে ইসলামের সঠিক বার্তা সাধারন জনগনের কাছে পৌছে দেওয়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে কচুয়ায় উপজেলায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার সকালে ১১ টায় গনভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল পদ্ধতিতে প্রথম পর্যায়ে সারাদেশে ৫০টি মডেল মসজিদের উদ্বোধন করেন।
কচুয়া মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাবেক বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ,সবার উদ্দেশ্যে বলেন ইসলাম শান্তির ধর্ম । আমাদের ধর্মে কোন সহিংসতা নেই । সবাই মিলে মিশে আমরা প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সুখী সমৃদ্বশালী বাংলাদেশ গঠনে কাজ করবো। #
উদ্বোধনী অনুষ্ঠানে কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ,সহকারী কমিশনার ভ’মি একি মিত্র চাকমা, ভুমি দাতা কচুয়ার বিশিষ্ট ব্যবসায়ী মো: তাজুল ইসলাম,পিডাব্লিওডি চাঁদপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী রাকিবুর রহমান,ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার উপ পরিচালক খলিলুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,ইসলামিক ফাউন্ডেশন কচুয়া অঞ্চলের ফিল্ড অফিসার মো: হাসান মজুমদার,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আ: মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: ্অলমগীর তালুকদারসহ বিভিন্ন মসজিদের খতিবগন উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক অঞ্জনাখান মজলিশসহ অতিথিবৃন্দ মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে পরিদর্শন করেন।
ছবি: কচুয়ায় মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের একাংশ।
Leave a Reply