কচুয়ায় ইসলামী এজেন্টে ব্যাংকের জানালার গ্রীল কেটে দুর্ধর্ষভাবে ১০ লক্ষ টাকা চুরির ঘটনায় ৭লক্ষ টাকা উদ্বার করে ঘটনার সাথে জড়িত ব্যাংকের ম্যানেজার আবদুল্লাহ আল মামুন,হিসাবরক্ষক মাহবুব আলম ও ম্যানেজারের বড় বোন সুলতানা রাজিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।৮ জুন মঙ্গলবার সিনিয়র সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী ,ওসি মহিউদ্দিন ,চাঁদপুরের সিআইডি ও কুমিল্লার সিআইডি ক্রাইম সিন অভিযান চালিয়ে ব্যাংকের ম্যানেজার আবদুল্লাহ আল মামুন ,হিসাব রক্ষক মাহবুব আলমকে গ্রেফতার করে । তাদের স্বীকারোক্তি অনুযায়ী মামুনের বড় বোন কচুযয়া থানা সংলগ্ন সুলতানা রাজিয়ার ভাড়া বাসায় চুরিকৃত ৭ লক্ষ টাকা পুতুলে ভিতর থেকে উদ্বার করে ও সুলতানা রাজিয়াকে গ্রেফতার করে । এঘটনায় ৯ জুন বুধবার ব্যাংকের ম্যানেজার আবদুল্লাহ আল মামুন ,হিসাব রক্ষক মাহবুব আলম ও ম্যানেজার আবদুল্লাহ আল মামুনের বড় বোন সুলতানা রাজিয়াকে গ্রেফতার করে চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া বাজারের কুয়েত শপিং সেনটারে দ্বিতীয় তলায় অবস্থিত কুয়েত শপিং সেন্টাওে আবদুল্লাহ আল মামুন ও তার স্ত্রীর বড় ভাই দুবাই প্রবাসী দুলাল মৃধা যৌথভাবে ইসলামী এজেন্ট ব্যাংকিং ব্যবসা শুরু করে। বিনিয়োগের বেশিরভাগ অর্থ ছিল দুলাল মৃধার । দুলাল মৃধার টাকা আত্মসাৎ করার লক্ষে ব্যাংকের হিসাব রক্ষক মাহবুব আলমের সাথে ম্যানেজার আবদুল্লাহ আল মামুন যোগসাজসে টাকা চুরি করে। সুকৌশলে ম্যানেজার আবদুল্লাহ আল মামুন সোমবার রাতে এজেন্ট ব্যাংকের কার্যালয়ের পূর্বপাশের জানালার গ্রীলের কিছু অংশ কেটে ভিতরে প্রবেশ করে সিসি ক্যামেরার হার্ড ডিস্ক, ভোল্টের দরজা ভেঙ্গে ১০ লক্ষ টাকা চুরি করার ঘটনা ঘটায় । চুরির ঘটনায় দুবাই প্রবাসী দুলাল মৃধার পিতা লোকমান মৃধা বাদী হয়ে ম্যানেজার আবদুল্লাহ আল মামুনসহ ৩জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করে ।
Leave a Reply