“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ চত্তর মাঠে উদ্বোধন করা হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনীর মেলা।
শনিবার (৫ জুন) প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প” (এলডিডিপি) এর সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজন ফিতা কেটে মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম ।
মেলায় উপজেলার ১টি পৌরসভাসহ ১২টি ইউনিয়ন থেকে বিভিন্ন খামারিরা বিভিন্ন জাতের গবাদিপশু স্থান পায়। মেলায় বিভিন্ন জাতের গরু,ছাগল ও পাখির স্টল ছিল।
উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা.এইচ,এম জামসেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম। এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোফায়েল আহমেদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার ও খামারী নেয়ামত উল্যাহ প্রমূখ।
কচুয়ায় প্রানিসম্পদ প্রদর্শনী মেলা উদ্ধোনত্তোর আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ মেলায় অংশ গ্রহনকারী উপজেলার বিভিন্ন গরু, ছাগল, পাখি ও মহিষ খামারীদের মাঝে চেক বিতরণ করেন ।এ সময় প্রানিসম্পদ সম্প্রসারন অফিসার দিলরুবা সাথী,ভেটেনারী সার্জন আমেনা আক্তারসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply