সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে কচুয়ায় বিএনপি ও ছাত্রদলের যৌথ উদ্যোগে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে চাঁদপুরের উপজেলার পাথৈর ইউনিয়ন পুরাতন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
কচুয়া উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. ইউসুফ মিয়াজীর সভাপতিত্বে ও মকবুল হোসেন মিয়াজীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি নাছির উদ্দিন মিলন, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক তাজুল ইসলাম তাজির, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মহসিন মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. কামরুল ইসলাম কামরুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি’র অন্যতম নেতা ও পাথৈর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী হাজী মো. আবুল খায়ের প্রধান, বিএনপি নেতা নাছির উদ্দিন সর্দার, জহিরুল ইসলাম, ইমন মিয়া, ইয়াছিন মোল্লা, শাহ আলম, ইব্রাহিম খলিল, যুবদল নেতা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, আবু তাহের, জাহাঙ্গীর মোল্লা, কবির মোল্লা, জজ মিয়াজী, স্বেচ্ছাসেবক দল নেতা ইলিয়াস প্রধান, শাহ পরান, ছাত্রদল নেতা মোস্তফা কামাল প্রধান, মাহমুদুল হাসান মাসুদ, মোস্তফা কামাল কিরন, সুফি আহমেদ মিলন, জসিম উদ্দিন সবুজ, নাজমুল ইসলাম ফাহিম, ফরহাদ মোল্লা, জিসান আহমেদ,মানিক মিয়া, তুহিন মুন্সী, আব্দুল মবিন আখন্দ, আরিফ হোসেন, কামরুল ইসলাম মুন্সী, মেহেদী হাসান, কামরুল ইসলাম রাব্বি, আনিছুর রহমান, কামরুল প্রধান, আনিছুর রহমান, শামীম, মেহেদী হাসান, মাহবুব ইসলাম, ইউনুছ প্রধান, জাহাঙ্গীর হাসান, বেলাল হোসেন, মিজানুর রহমান ও ইঞ্জি. ইয়াছিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় সম্প্রতি তিনটি ইউনিয়ন কমিটি গঠন নিয়ে দলীয় কোন্দল সৃষ্টি ও মতবিরোধ হওয়ায় দলের বৃহত্তম স্বার্থে এক ও অভিন্ন হয়ে কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। পরে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর জান্নাতময় জীবন কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়
Leave a Reply