কচুয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের কড়ইয়া গ্রামে সম্পত্তিগত বিরোধের জের ধরে মারধর হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে। থানায় অভিযোগ মর্মে জানাগেছে ২৭মে বৃহস্পতিবার সকালে কড়ইয়া গাইন বাড়ির আলী মিয়ার পুত্র আলমের ঘরে একই বাড়ির মোহর আলীর ছেলে আ: বারেক অতর্কিতভাবে দলবল নিয়ে প্রবেশ করে ।ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে প্রথমে আলমের উপর হামলা করে। তারপর আলমের বয়স্ক মা জগতী বেগম ,বোন রোজিনা বেগম,ভাই শাহদাত হোসেনকে বেধরক মারধর করে। বাড়ির লোকজন এগিয়ে আসলে আ: বারেক দলবল নিয়ে চলে যায়। এ সময় বাড়ির লোকজন আহতদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আলমের ভাই শাহদাত প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায় । অপর তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। দুপুরে আলমের স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে বারেকসহ১০জন এজহার নামীয় ও অজ্ঞাত ৩/৪জনকে বিবাদী করে কচুযা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। আলমের স্ত্রী জানান বিবাদীদের সাথে পূর্ব থেকে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। তাহারা জোর করিয়া আমাদের দখলীয় জায়গায় মাটি কাটতে ছিল।
ছবি: কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আলম ,তার মা জগতী বেগম ও বোন রোজিনা বেগম।
Leave a Reply