কচুয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কোয়াচাঁদপুরে বসত ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২৫ মে মঙ্গলবার রাত ৩টার সময় কোয়াচাঁদপুর হাওলাদার বাড়ির গাজীউর রহমানের ছেলে শাহীন আজাদের বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জানাগেছে গাজীউর রহমানের ছেলে শাহীন আজাদের বসত ঘরে রাতের আঁধারে দুবৃত্তরা অকটেন ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। ঘরের লোকজন আগুনর লেলিহান শিখা দেখে ডাকচিৎকার শুরু করে দিলে বাড়ির লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ গাজীউর রহমানের ছেলে শাহীন আজাদ জানান অগ্নিকান্ডে তার ৬০হাজার টাকার মালামাল পুড়ে গেছে। বাড়ির লোকজন আগুন নিভাতে সক্ষম না হলে বসত ঘরের পাশে থাকা আমার ভাই আবুল বাসারের গরুর খামারটিও পুড়ে যেত। তাছাড়া আগের দিন আমার মুরগীর খামারেও ভোর রাতে দুবৃত্তরা আগুন লাগিয়ে দেয়। অগ্নিকান্ডে ঘটনায় শাহীন আজাদ একই বাড়ির সাগর চৌধুরী ও অজ্ঞাত ৪/৫জনকে বিবাদী করে ২৬ মে বুধবার কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে ওই বাড়ির বাসিন্দা বারেক বলেন সাগর শাহীন আজাদ ও তার চাচা আব্দুর রহমানের সাথে বিবাদ লাগানের জন্য আগুন লাগিয়েছে।
তাছাড়া ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কালাম জানান সাগর চৌধুরী বিভিন্ন সময়ে কার্যকলাপে মনে হয় সাগর চৌধুরী এ ধরনের ঘটনা ঘটাতে পারে। সাগর চৌধুরী জানান কে বা কাহারা শাহীন আজাদের বসত ঘর ও খামারে আগুন দিয়েছে তা আমি জানিনা।
ছবি: কচুয়া পৌরসভার কোয়াচাঁদপুরে বসত ঘরে অগ্নিকান্ডের একাংশ পাশে ব্যবহৃত অকটেনেরে বাতল ।
Leave a Reply