কচুয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের কোয়া চাঁদপুর ইসলামী দাখিল মাদ্রাসার সংলগ্ন হাওলাদের বাড়ির শাহীন আজাদের মুরগী খামারের একটি সেডে অগ্নি সংযোগ করা হয়েছে। সোমবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । অগ্নিকান্ডে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানান। খামারের স্বত্তাধিকারী কোয়াচাঁদপুর গ্রামের গাজীউর রহমানের ছেলে শাহীন আজাদ সাংবাদিকদের জানান,আমার পাশাপশি দুটি পুকুরের একটি পুকুরে উপর মুরগী খামার সেড করে মুরগী পালন করতেছে দীর্ঘনি ধরে। সাথে দুটি পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছি। রবিবার আমার চাচা সর্ম্পকীয় আব্দুর রহমানের পরিবার লোকজন আমার পুকুরে গোসেলের নামে মাছ চাষের ক্ষতি সাধন করতেছিল,এসব দেখে আমরা বাধা প্রধান করলে আমাদের সাথে বাকবিতান্ডা জড়িয়ে পরে। তিনি আরো বলেন এ ঘটনার জের ধরে পরদিন সোমবার ভোরে আমার খামারে এ অগ্নিকান্ডের ঘটিয়েছে বলে আমি মনে করি। আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন নিয়ে আগুন নেভাতে সক্ষম হই এবং তাৎক্ষনিক ৯৯৯ আইনি সহযোগীতা পাওয়ার জন্য কল দেই । পুলিশ কন্ট্রোলরুমের পরামর্শ অনুযায়ী কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করবো । এদিকে শাহীন আজাদের সর্ম্পকীয় চাচা আব্দুর রহমান বলেন,পুকুরে নামাকে কেন্দ্র করে তাদের সাথে ঝগড় বিবাদ হয়েছে। কিন্তু কে বা কাহারা তাদের মুরগীর খামারে সেডে আগুন দিয়েছে আমরা জানিনা । এব্যাপারে কচুয়া পৌরসভার ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর তাজুল ইসলাম বলেন,আমি অগ্নি কান্ডের সংবাদ পেয়েছি কে বা কাহার তার অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে। তবে বিষয়টি খুবই দূঃখজনক ।
Leave a Reply