কচুয়া উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের ফতেহপুর ওস দাখিল মাদ্রাসার সুপার এবি.এম.এম আবদুল্লাহ ২২মাস পর স্বপদে বহাল হলেন। ১৯ মে বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান ও পরিচালনা পর্ষদের সভাপতি মোসলে উদ্দিন তালুকদারসহ অন্যান্যদের উপস্থিতিতে সুপার এবি.এম.এম আবদুল্লাহ মাদ্রাসায় যোগদান করেন। একই দিনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা কতৃক ২ মে ঘোষিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এডহক কমিটির সভাপতি মোসলে উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সুপপার এবি.এম.এম আবদুল্লাহ’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান।
এ সময় তিনি বলেন এই দ্বীনি প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারী সরকারি নিয়ম মেনে শিক্ষার উন্নয়নে কাজ করবেন।মাদ্রাসার স্বার্থ পরিপন্থি কোন কাজে জড়ানো যাবেনা। আমি মনে করি বর্তমান এডহক কমিটির সভাপতির সাথে পরামর্শ করে এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সবাই এক হয়ে কাজ করনে।
সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: ্অরমগীর তালুকদার,সহ সুপার শরীফ মো: হেলাল উদ্দিন,এডহক কমিটির সদস্য মাহমুদুল হাছান,শিক্ষক ইকবাল হোসেন,ইউপি সদস্য আবুল বাসার,উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: মহি উদ্দিন,সদস্য নুরে ্্্্্্্্্ই আলম রিহাত প্রমূখ। এ সময় মাদ্রসার শিক্ষক মো: ছিদ্দিকুর রহমান,এবিএম তোফাজ্জল হোসেন,এমএ মবিন,মো: রুহুল আমিন,আফসানা আক্তারসহ অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্যাপশন: কচুয়ার ফতেহপুর ওস দাখিল মাদ্রাসায় বক্তব্য রাখছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান।
Leave a Reply