জাপান আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের নামে প্রতিষ্ঠিত কচুয়ার ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরন সামগ্রী বিতরণ করানো হয়েছে। ৭মে শুক্রবার সকালে কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নে মালিগাঁও জসিম টাওয়ার প্রকল্পে এলাকার পবিত্র ঈদ উল- ফিতর উপলক্ষে গরিব ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া কৃতি-সন্তান, জাপান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন প্রধান। এ সময় ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন প্রধান বলেন বৈশিক মহামারি করোনা ভাইরাসের প্রার্দুরভাবের সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কচুয়া উপজেলার অতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও এই বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় ঈদ সামগ্রী বিতরণ করেন ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন প্রধানের ম্যানেজার জামাল হোসেন ও মাষ্টার মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ক্যাপশন১: কচুয়ার ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরনের একাংশ।
Leave a Reply