করোনা ভাইরাস কোভিড-১৯ এর সংক্রমনের মধ্যে লকডাউনে কচুয়ায় ঈদের মার্কেটে ক্রেতাদের ভীড় মোটামেটি লক্ষ্য করা গেছে। সরকারি সাস্থ্য বিধি মেনে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শপিংমল খোলা রাখা হয়েছে। ২ মে রবিবার কচুয়া পৌর বাজার ও সাচারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে পৌর বাজারের তালুকদার সুপার মার্কেট, মায়াজান প্লাজা ,মমতাজ টাওয়ার,করিম উদ্দিন প্লাজায় পুরুষের তুলনায় মহিলাদেরকে পরিবারের সদস্যদের কেনাকাটায় ব্যস্ত। ক্রেতাগন জানান প্রয়োজনীয় শাড়ী ,থ্রিপিস,টুপিস,ওয়ান পিছ ,পুরুষের শার্ট ,প্যান্ট ,পাঞ্জাবী ক্রয় সীমার মধ্যে রয়েছে। অপরদিকে দোকনীগন জানান অন্যান্য বছরের তুলনায় এ বছর বিক্রি অনেক কম। জরুরী প্রয়োজন ছাড়া কেউ মার্কের্টে কেনা কাটা করতে আসছেনা।অপরদিকে উপজেলার সাচার বাজারের কামাল টাওয়ার,মা টাওয়ার ,তালুকদার মার্কেট ও সাহা মার্কেটের ব্যবসায়ীগন জানান সকালে কিছু ক্রেতা আসলেও দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত ক্রেতা শুন্য। এ ভাবে ভাবে চলতে থাকলে কর্মচারীর বেতন ,দোকান ভাড়া ,বিদ্যুতবিল পরিশোধ করা কঠিন হয়ে পরবে। হোটেল রেস্তারা বা মিষ্টির দোকান খোলা থাকলেও রমজান ও লকডাউনের কারনে দোকানীগন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে অলস সময় কাটাচ্ছে। কচুয়ার সাচারে অবস্থিত মিষ্টি জগতের কচুয়ার ব্রান্ড নিউ রাজলক্ষী সুইটসের মালিক জানান বিক্রি হয়না ,আমরা অবসর সময় পার করছি, বেচে থাকলে ব্যবসা হবে ,তারপরও প্রার্থনা করছি মহান সৃস্টিকর্তা সবাইকে ভাল রাখুন।
ক্যাপশন: কচুয়ায় ঈদের মার্কেটে কেনাকাটার একাংশ
Leave a Reply