হেফাজতে ইসলামের হিংসাত্বক কর্মকান্ড সম্পর্কে জনগনকে অবহিত করে ধর্মের নামে সাধারন মানুষকে বিভ্রান্ত না করতে চাঁদপুরের কচুয়ায় বিভিন্ন মসজিদের খতিবদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া হাজী ইদ্রিস মুন্সি শিশু সদনে মতবিনিময় সভায় ভার্চুয়াল পদ্ধতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
হাজী ইদ্রিস মুন্সি শিশু সদনের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদাধা ইঞ্জিনিয়ার একেএম আ: মোতালেবের আয়োজনে আলোচনা সভায় আলেমগন হেফাজতে ইসলামের রাজনৈতিক কর্মকান্ড নিষিদ্ধ ঘোষণার দাবী জানান।
এসময় সভায় বক্তব্য রাখেন, কচুয়া থানার সেকেন্ড অফিসার সাব ইন্সেপেক্টর মো: তাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কচুয়া শাখার সভাপতি অধ্যক্ষ নুরুল আলম মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মোঃ আলমগীর তালুকদার, খতিব জহিরুল হাসান, এমরান হোসেন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবু তাহের, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সুমন মিয়াজী প্রমূখ। কচুয়া থানার সেকেন্ড অফিসার সাব ইন্সেপেক্টর মো: তাজুল ইসলাম বলেন ইসলাম শান্তির ধর্ম । আমাদের ধর্মে কোন সহিংসতা নেই । তাই সবাই মিলে আইন শৃংখলা সমুন্নত রাখতে সকলের সহযোগীতা কামনা করছি।
আলোচনা শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মুনাজাত শেষে বিভিন্ন মসজিদের খতিব ও মুয়াজ্জিনদেরকে ইঞ্জিনিয়ার আব্দুল মোতালেবের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেন অতিথিবৃন্দ।
Leave a Reply