চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম(বার) কচুয়া থানা পরিদর্শন করেছেন। ২০ এপ্রিল মঙ্গলবার থানার কার্যক্রম পরিদর্শন শেষে কচুয়া প্রেসক্লাবের সাংবাদকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এ সময় তিনি বলেন সাংবাদিকদের ইতিবাচক লেখনির মাধ্যমে আমরা প্রান্তিক পর্যায়ের অনেক সংবাদ পেয়ে থাকি । সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে সমাজের অসংগতি সংবদ গনমাধ্যমে প্রকাশ করেন।
তিনি আরো বলেন বৈশ্বিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলার পাশাপাশি বাংলাদেশ পুলিশ বাহিনীর সকল সদস্য করোনা ভাইরাস কোভিড-১৯ এর ভয়াবহতা থেকে জনগনকে ভাল ও সুস্থ্য রাখতে আমরা শতভাগ চেষ্টা করছে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহিরে আসবেননা। সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানাচ্ছি। করোনাকালীন সময় প্রতিটি জনপদের মানুষ ঘরে থাকুন ,নিরাপদে থাকুন, পরিবার পরিজন নিয়ে সখে থাকুন। এ সময় সিনিয়র সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল মো: আবুল কালম,কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন,পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ রউফ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,সহ-সভাপতি জাকির হোসেন বাটা,সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: জামাল হোসেন ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ:মবিবন,কচুয়া থানার সেকেন্ড অফিসার মো: তাজুল ইসলামসহ বাংলাদেশ পুলিশ কচুয়া থানার কর্মরত পুলিশ বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।
ক্যাপশন: কচুয়ায় চাঁদপুরের নবগত পুলিশ সুপার মিলন মাহমুদের সৌজন্য সাক্ষাতের একাংশ
Leave a Reply