বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরের কচুয়ার রহিমানগরে দেশের শর্ষস্থানীয় ইলেকট্রনিকস পন্য সামগ্রী উৎপাদন ও বিপননকারী প্রতিষ্ঠান ওয়ালটনের ওয়ালটনডে -২০ পালিত হয়েছে। ওয়ালটনের ২৪ বছরে পদার্পন উপলক্ষে কচুয়ার রহিমানগরে আনন্দ র্যালি, গাড়ীতে করে ওয়ালটনের পন্য প্রদর্শনী,অসহায়দের মাঝে খাদ্য বিতরনের মাধ্যমে দিবসটি পালন করা হয়। ২০মর্চি শনিবার বিকেলে কচুয়া উপজেলার রহিমানগর বাজারে কচুয়ার ডিস্ট্রিবিউটর এলএস ইলেট্রনিক্স গ্যালারির আয়োজনে আনন্দ র্যালি ও গাড়ীতে করে প্রদর্শনীটি রহিমানগর বাজারের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উত্তর বাজর এসএস ইলেট্রনিক্স গ্যালারির প্রাঙ্গনে মিলিত হয়।
এ সময় ওয়ালটনের কুমিল্লা অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ রায়হান আলী, ডিস্ট্রিবিউটর মোস্তাফিজুর রহমান রহমান লিটন,অতিথিসহ গ্রহকবৃন্দ কেকে কেটে দিবসটি পালন করেন। কেক কাটা শেষে রহিমানগন ঝিলমিল সাংস্কৃতিক সংঘের শিল্পিগন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এ সময় বিপুল সংখ্যক গ্রাহক,সুধীজন স্বাস্থ্যবিধি মেনে সাংসকৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এদিকে, কুমিল্লা অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ রায়হান আলী, বলেন ‘ওয়ালটন ডে’ উপলক্ষ্যে ক্রেতাদের জন্য ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-১০’ ঘোষণা করা হচ্ছে। বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে ওয়ালটনের এ উদ্যোগ। ক্যাম্পেইনের আওতায় ফ্রিজ, টিভি, এসি, ওয়াশিং মেশিন এবং ফ্যান ক্রেতাদের জন্য নগদ লাখ লাখ টাকা, ফ্রি পণ্যসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দেবে ওয়ালটন কোম্পানী।
Leave a Reply