উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য শষ্যও শাকসবজির ফলন বৃদ্ধি করার লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় তিনদিন ব্যাপি কৃষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । ৪ মার্চ বৃহস্পতিবার কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষন হলে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব দীপক কুমার সরকার। এ সময় তিনি বলেন প্রধান মন্ত্রী শেখ হাসিনার দক্ষ নির্দেশনায় বাংলাদেশ খাদ্যে স্বংসম্পন্ন। প্রধান মন্ত্রী মনে করেন বাংলাদেশের উন্নতির মূল নায়ক কৃষক।বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষিকে অগ্রাধিকার দিয়েছে। তাই নতুন প্রযুক্তি ব্যবহার করে আমাদের দেশের এক ইঞ্চি জায়গাও খালি থাকবেনা।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মো: জালাল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম লি নের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক লুৎফুর রহমান,মো: তাজুল ইসলাম পাটওয়ারী ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোফায়েল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, উপসহকারি কৃষি কর্মূকর্তা মো: ফারুক হোসেন কৃষক জানে আলম প্রমুখ। এ সময় উপজেলার প্রায়৬০জন কৃষক কৃষানী প্রশিক্ষন কর্মশালায় অংশ গ্রহন করেন।
ছবি: কচুয়ায় কৃষক প্রশিক্ষন হলে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কৃষি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব দীপক কুমার সরকার।
Leave a Reply