কচুয়া পৌরসভা নির্বাচনে সাধারন ৩ নং ওয়ার্ডে সাধারন কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্ধীতা করে সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মেহেরুন আল মিলি বিজয়ী হয়েছেন। কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন তার মামলার জটিলতার কারনে প্রার্থী না হওয়ায় তার স্ত্রী মেহেরুন আল মিলি নির্বাচন করে বিজয় হয়।এক প্রতিক্রিয়ায় মিলি বলেন আমি মহান আল্লাহর নিকট শুকরিয়া। আমি আমার স্বামী আব্দুল্লাহ ্অল মামুনসহ আমার সকল কর্মী সমর্থক সবার নিকট ঋনী যারা দিনরাত পরিশ্রম করে আমাকে নির্বাচনে সহযোগীতা করেছে। আমার ওয়ার্ডের সকলের সুনাম রক্ষা করে একটি আদর্শ ওয়ার্ড গঠনে সকলের সহযোগীতা কামনা করছি। তাছাড়া আমার শশুর প্রয়াত ইদ্রিস ্আলম বেপারী কাউন্সিলর থেকে দীর্ঘ সময় মানুষের সেবা করেছেন। আমি ওই পরিবারের সদস্য হিসেবে মানুষের সেবা করতে চাই। তাই সকল মতভেদ ভুলে আসুন মানষের কল্যানে কাজ করি।
ছবি: মেহেরু আল বিজয়ের পর তার কমর্ িসমর্তকদের নিয়ে স্বামী আব্দুল্লাহ আল মামুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।
Leave a Reply