আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে কচুয়ায় ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন সমাজ কল্যান ফাউন্ডেশনের আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি রবিবার কচুয়া উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা পাটওয়ারী বাড়িতে আলোচনাসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ভার্চুয়াল পদ্ধতিতে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাপান শাখা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন সমাজ কল্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন প্রধান।
দোয়া মিলাদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম দিপু,কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,মতলব দক্ষিনের নারায়নপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সায়েম মাষ্টার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মফিজুল ইসলাম বাবুল,বিল্লাল মাসুম, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের ম্যানেজার মো: জামাল হোসেন,একান্ত ব্যাক্তিগত সহকরি মো: রুবেল পাটওয়ারী,উত্তর মাঝিগাছা হাজী বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী সমর্থক। অনুষ্ঠানে দোয়া মুনাজাত পরিচালনা করেন মাঝিগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার মাওলানা আবুল খায়ের।
তাছাড়া একুশের প্রথম প্রহরে কচুয়ায় ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন সমাজ কল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের বিনম্্র শ্রদ্ধা নিবেদন করা হয়।
ছবি: কচুয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন সমাজ কল্যান ফাউন্ডেশনের আলোচনাসভা ও দোয়া মিলাদের একাংশ
Leave a Reply