উৎসবমূখর পরিবেশে কচুয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন নৌকা মার্কায় ভোট চেয়ে পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডে গনসংযোগ এবং উঠান বৈঠক করছেন। ৮ফেব্রুয়ারি রবিবার সকালে মেয়র প্রার্থী নাজমুল আলম স্বপন ৭ ওয়ার্ডের মাছিমপুর ,ধামালুয়া গ্রামে পায়ে হেটে ভোটরদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেছেন। বিকেলে ৮ নং ওয়াডের্র কড়ইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে উঠান বৈঠকের মাধ্যমে নৌকা মার্কার নির্বাচনী প্রচারনায় অংশগ্রহন করেন। এ সময় উঠান বৈঠকে নৌকা প্রতীকের পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন মহানগর শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি বিশিস্ট ব্যবসায়ী জিএম আতিকুর রহমান। বর্তমান আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বাংলাদেশের সকল ক্ষেত্রে উন্নতি সাধিত হয়েছে। তাই নৌকা মাকায় ভোট দিয়ে সবাই উন্নয়নের পক্ষে রায় দিবেন বলে আমি বিশ্বাস করি।
আওয়ামী লীগ নেতা ছফিউল্লাহ ডিলারের সভাপতিত্বে প্রয়ংাত মুক্তিযোদ্ধা শুকু মিয়া কমিশনারের সুযোগ্য সন্তান মেয়র প্রার্থী নাজমুল আলম স্বপন বলেন আমি কড়ইশ গ্রামের সন্তান হিসেবে গর্ববোধ করি। আপনারা আমাকে কথা দিয়েছেন বলেই আমি নির্বাচনে নেমেছি।কড়ইশ গ্রামের দুশত বছরের ইতিহাস আমরা সবাই সংগঠিত। আমি বিগত পাঁচ বছর আপনাদের মঙ্গলের জন্য কাজ করেছি। দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমি সবার নিকট ১৪ ফেব্রুয়ারি নির্বাচনে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছি।
আওয়ামী লীগ নেতা ছফিউল্লাহ ডিলারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল,আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান ইরান, কেন্দ্রিয় কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হালিমা রহমান,কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,সাবেক ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহীদ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহের হোসেন দুলাল,সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুজ জাব্বার বাহার,আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম খোকন,চাঁদপুর জেলা পরিষদের সদস্য রওনক আরা রতœা,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান,পৌরযুবলীগের সাধারন সম্পাদক মোস্তফা কামাল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম,ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার,সাবেক সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল,ছাত্রলীগ নেতা মাহবুবে রাব্বি মানিক,ফুয়াদ,কাউন্সিল প্রার্থী শরীফ আহমেদ মিয়া,মাসুদ আলম,আ: মমিন,আবুল খায়ের প্রমূখ।
ছবি: কচুয়া পৌরসভা নির্বাচনে কড়ইশ গ্রামে গ্রামের উঠান বৈঠকে বক্তব্য রাখছেন আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী নাজমুল আলম স্বপন।
Leave a Reply