চাঁদপুরে কোভিড -১৯ টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১১টায় প্রথম করনা ভ্যাকসিন গ্রহণ করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস। এরপর চাঁদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুজাউদ্দৌলা রুবেল, সিনিয়ার নার্স ফেরদৌসী জাহান লাভলী, অতিরিক্ত পুলিশ সুপার, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী া লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২০জন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়। এ সময় ভার্চুয়াল পদ্ধতিতে শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি কথা বলেন।
একই দিনে কচুয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা: তানজিদ হোসাইন ও সিনিয়র স্টাফ নার্স রেনু আক্তারসহ ৩০জন কোভিড -১৯ এর টিকা প্রদানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রবিবার সকাল ১১টায় কোভিড এর টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় ভাচুয়াল পদ্বতিতে টিকাগ্রহনকারী ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেন সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। টিকা গ্রহনকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর চিকিৎসক ডা: তানজিদ হোসাইন ও সিনিয়র স্টাফ নার্স রেনু আক্তার জানান টিকা গ্রহন করার পর কোন অসুবিধা হয়নি। আমরা ভাল আছি। এ সময় কচুয়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম ও উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহনের আহবান জানান।
এদিন ৩০জনকে কোভিড -১৯ এর টিকা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাউদ্দিন আহমেদ জানান প্রথম পর্যায়ে ৫ হাজার ৫শত ৩৮জনকে টিকা দেওয়া হবে।
Leave a Reply