কচুয়া উপজেলার সাচার এলাকায় জোড়পূর্বক ঘর তুলতে গিয়ে মা ও দুই মেয়েকে পিটিয়েছে প্রতিপক্ষ। ১ ফেব্রুয়ারি সোমবার সকালে সাচার বাজার সংলগ্ন সাচার -বায়েক সড়কের পাশে কান্দিরপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। জানাগেছে কান্দিপাড় গ্রামের সুরুজের ছেলে মো: সেহেল সকালে ১৫/২০জন লোক নিয়ে মৃত আব্দুর রব মিয়াজীর বাড়ির সীমানায় মমতজ বেগমের দখলীয় সম্পত্তিতে ঘর তুলতে গিয়ে পিলার পুতে। এ সময় আব্দুর রব মিয়াজীর স্ত্রী মমতাজ বেগম বাধা দিলে প্রতিপক্ষ মমতাজ বেগম ও তার দুই মেয়ে আয়েশা বেগম ও মনি বেগমকে বেধরক মারধর করে। ডাক চিৎকারে পাশের লোকজন ছুটে এলে পতিপক্ষরা চলে যায়। স্থানীয়রা মা মতাজ বেগম ও দুই মেয়েকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।হাসপাতালে চিকিৎসাধীন মমতাজ বেগম জানান তাদের বাড়ির পাশে সরকারি সম্পত্তি রয়েছে সেহেলগং সরকারি সম্পত্তিসহ আমাদের দখলীয় জায়গায় ঘর তোলার প্রস্ততি নিতে ছিল আমরা বাধা দেওয়ায় আমাদেরকে সেহেলগং বেধরক মারধর করেছে। আমি প্রশাসনের নিকট সূষ্ঠ বিচার চাই। এ ঘটনায় মমতাজ বেগমের পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply