উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাঈদ মোরশেদ পলাশ ও সম্প্রতি গোহট উত্তর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী প্রার্থী সাঈদ মোরশেদ পলাশের জানাযা সম্পন্ন হয়েছে। সোমবার (১৮জানুয়ারি) বাদ-আছর ইউনিয়নের বুরগী উচ্চ বিদ্যালয় মাঠে জানাযায় অংশগ্রহণ করেন, সাবেক যুগ্ম-সচিব রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের সাময়িক সাময়িক বরখাস্ত চেয়ারম্যান শাহ জাহান শিশির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধূরী সোহাগ, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপনসহ আওয়ামী দলীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দএবং এলাকার অসংখ্য মুসল্লি। সাঈদ মোরশেদ পলাশ করোনা প্রতিরোধে তার ইউনিয়নে ব্যাপক সচেতনামূলক কর্মসূচী পালন করে এলাকার মানুষের হৃদয় কেড়ে নেয় এবং চেয়ারম্যান পদে নির্বাচনে স্বতেন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দীতায় তার জন-সমর্থনও ছিলো শীর্ষে। পলাশ হঠাৎ হৃদরোগে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা একটি হাসপাতালে ভর্তি করার পর সোমবার সকাল সাড়ে ৫ টার সময় মৃত্যুবরণ করেন, ইন্নালিল্লাহি ………..রাজিউন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা স্ত্রী ,দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জানাযার পূর্বে টেলিকনফারেন্সে মরহুমর রুহের মাগফেরাত করে বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ মহীউদ্দীন খান আলমগীর এমপি।
মরহুম সাঈদ মোরশেদ পলাশের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন , জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও সচিব মো: গোলাম হোসেন।
ছবি: কচুয়ার বুরগী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার একাংশ
Leave a Reply