আমাদের প্রিয় বোন আলেয়া বেগম জীবন (৬২) সবার মায়া ত্যাগ করে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। ১৪ জানুয়ারী বৃহস্পতিবার শেষ রাতে ঢাকার ধানমন্ডির বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী ,পাঁচ কন্যা,দুই ভাই ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।১৫ জানুয়ারী শুক্রবার তাঁর স্বামীর বাড়ি কচুয়া উপজেলার সাচার ইউনিয়নের রাগদৈল মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য রাখেন মরহুমার স্বামী বশির উল্লাহ। জানাজার নামাজে ইমামতি করেন হাফেজ মো: সেলাইমান। এ সময় আত্মীয় স্বজন,প্রতিবেশী ও বাড়ির হাজারো ধর্মপ্রান জনগন তাঁর জানাজায় অংশ গ্রহন করেন। জানাজা শেষে রাগদৈল গ্রামের পারিবারিক গোরস্থারে তাঁর লাশ দাফন করা হয়। এ সময় আত্মীয় স্বজন ও সন্তানদের কান্নায় সবার মাঝে শোকের মাতম বিরাজ করে। যে মানুষটি শত সমস্যা থাকা সত্ত্বেও সবাইকে আপন করে সবার সুখের চেষ্টা করতেন হাসি মুখে সেই মানুষটিকে আর কখনও দেখা যাবেনা ধরায়। মহান রাব্বুল আল আমিন তাঁকে বেহশত নসীব করুন। আমিন।
[“ফাইল ছবি: প্রয়াত আলেয়া বেগম জীবন।
ফাইল ছবি: প্রয়াত আলেয়া বেগম জীবন।
Leave a Reply