কচুয়ায় জাতীয় মানবাধিকার সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় কচুয়া পৌরসভার তালুকদার মার্কেটের কচুয়া বার্তার কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক মু. নজরুল ইসলাম তামিজী। এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে মানবাধিকার কর্মীরা নিরলস ভাবে কাজ করতে হবে। মানবাধিকার কর্মীগন মানবসেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রাখলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। তিনি আরো জানান, মানবাধিকার কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে আমরা প্রশিক্ষনের ব্যবস্থা করব। একজন দক্ষ মানবাধিকার কর্মী সমাজের অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তার নায্য অধিকার আদায় করতে সহায়তা করে।
কচুয়া শাখার সভাপতি আলমগীর তালুকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার সোসাইটির আইন পরামর্শক বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ইব্রাহীম খলিল মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, মানবাধিকার কর্মী আমির হোসেন মজুমদার, মোঃ জামাল হোসেন, মো: আবু হানিফ, সঞ্জিব ভৌমিক অপুসহ মানবাধিকার সোসাইটির অনান্য নেতৃবৃন্দ।
Leave a Reply