অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্যে কচুয়ায় সফল পাঁচ জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ৫ জয়িতা অনিমা রানী ,জেবুন্নাহার, শিরিনা খানম, চামেলী আক্তার ও বেবী আক্তারকে সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম।
ছবি: জয়িতাদের ফাইল ছবি
উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: সোফায়েল হোসেন, শিক্ষা অফিসার এ এইচ এম শাহরিয়ার রসুল, একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার ও সংবর্ধিত পাঁচ জয়িতা ।অনুষ্ঠানে পাঁচ জয়িতাকে ক্রেষ্ট,সনদ ও উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ছবি: কচুয়া জয়িতাদের সংবর্ধনা প্রদানের একাংশ ।
Leave a Reply