কচুয়া উপজেলার দুবারের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান মো: শাহজাহান শিশির ৩মাস ১২ দিন পর কারাগার থেকে জামিন লাভ করেছে। ৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় কচুয়ার জননন্দিত চেয়ারম্যান মো: শাহজাহান শিশির কুমিল্লা কারাগার থেকে জামিন লাভের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জেল গেটে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয় । জেলা গেটে থেকে বের হওয়ার পর কর্মী সমর্থকদের কান্নায় তিনিও অজোরে কাঁদছিলেন।জেলে থাকা অবস্থায় বহু নেতাকর্মী তার নি:শর্ত মুক্তির জন্যে কচুয়ার প্রতিটি জনপদে আন্দোলন সংগ্রাম করেছেন। জেল গেট থেকে বের হওয়ার পর আপন মানুষগুলিকে দেখতে পেয়ে মনের ভিতর থেকে নিজেসহ কর্মীদের আনন্দাশ্রু তাঁর কর্মীদের কাছে জনপ্রিয় করেছে।কর্মীই যে মানুষটির প্রাণ তাদেরকে দেখে মনের অভিব্যক্তি জানান দেয় তিনি জনগনের কাছে কতটা জনপ্রিয়। তাঁর জনপ্রিয়তায় সুবিধাবাদী জনগন থেকে বিচ্ছিন্ন কিছু ভ’ইফোড় নেতার ঈশ্বার কারন। মানুষকে ভালভাসা স্বপ্ন নিয়ে আগামীর পথ চলা যত কন্টাবৃত হউক তবু তিনি তাঁর কর্মী সমর্থকদের নিয়ে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবেন। কর্মী সমর্থকদের টানে তাঁকে ধাবিয়ে রাখার সকল অপচেষ্টা প্রতিহত করে সামনে এগিয়ে যাবনে এটাই কর্মী সমর্থকদের প্রত্যাশা। প্রসংগত: কচুয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মানের অনিয়মের বিষয়ে অনভিপ্রেত ঘটনায় প্রকৌশলীর দায়ের করা মামলায় কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির সাময়িক বরখাস্ত হয় এবং মামলার হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে আদালতে প্রেরণ করে।
ছবি: কুমিল্লা জেল থেকে জামিন লাভের পর দলীয় কমী সমর্থকদের সাথে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
Leave a Reply