কচুয়া উপজেলার দুবারের বিপুল ভোটে নির্বচিত চেয়ারম্যান শাহজাহান শিশিরের ৩মাস ১২ দিন পর জেল থেকে জামিন লাভ করেছে। ৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় কচুয়ার জনপ্রিয় চেয়ারম্যান মো: শাহজাহান শিশির কুমিল্লা কারাগার থেকে জামিন লাভের পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী জেল গেটে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেয় । জেলা গেটে থেকে বের হওয়ার পর কর্মী সমর্থকদের কান্নায় তিনিও অজোরে কাঁদছিলেন। উপজেলা চেয়ারম্যান শাহজহান শিশির কর্মী সমর্থকদের কান্নায় নিজেও আবেগে অপ্লুত হয়ে পড়েন। দলীয় নেতাকর্মীগন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্যে জেল গেটে ভীড় জমায়। জেল থেকে বের হওয়ার পর তাকে খুব ক্লান্ত ও অসুস্থ্য মনে হয়েছে। জেল থেকে জামিন লাভ করার পর তিনি গাড়ীতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়।এ দিকে তাঁর জেল থেকে মুক্তি লাভের সংবদে সমগ্র কচুয়া নেতা কর্মীদের মাঝে আনন্দ বিরাজ করছে। প্রসংগত: কচুয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মানের অনিয়মের বিষয়ে অনভিপ্রেত ঘটনায় প্রকৌশলীর দায়ের করা মামলায় কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির সাময়িক বরখাস্ত হয় এবং মামলার হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে আদালতে প্রেরণ করে।
ছবি: কুমিল্লা জেল থেকে জামিন লাভের পর দলীয় কমী সমর্থকদের সাথে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির।
Leave a Reply