রাসুল (স:) এর ব্যাঙ্গাত্বক ছবি পকাশের প্রতিবাদ মিছিলে কচুয়ার মাঝিগাছায় হামলার বিষয় নিস্পত্তি লক্ষ্যে সমঝোতা হয়েছে। ৭ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।কচুয়া উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানমের সভাপতিত্বে সমঝোতা সভায় বক্তব্য রাখেন বিবাদ মিমাংসার প্রধান সমন্ময়কারী দহুলিয়া দরবার শরীফের পীর সাহেব শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাজুলি,কচুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক হাজী মো: শাহজাহান স¤্রাট,নিশ্চিন্তপুর মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান,কচয়া মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মাওলানা নুরুল ইসলাম,উজানী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মিজানুর রহমান,ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন সোহাগ,কচুয়া বাজার পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটা,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহাগ খান,কচুয়া প্রেক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার,উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাজিব আহমেদ রাজু,মাঝিগাছা গ্রামের প্রবাসী সাগর মাহমুদ কাউছার মিয়া,মাওলানা জোবায়ের হোসেন,দহুলিয়া দরবার শরীফের পীরজাদা আতাউল্লাহ শাজুলি,বাদী কাজী রানা ও বিবাদী পক্ষে মাঝিগাছা গ্রামের বুলবুল আহমেদ। সমঝোতা বৈঠকে বিবাদীগন এ ধরনের বর্বরোচিত হামলার জন্যে দু:খ প্রকাশ করে সকলের নিকট ক্ষমা প্রার্থনা করেন। বিবাদীগন ভবিষ্যতে এ ধরনের কোন সহিংষ কর্মকান্ড করলে সকল বিবাদীগনকে আইনের আওতায় আনা হবে মর্মে মুছলেকা প্রদান করেন।
ছবি: কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যানের কর্যালয়ে সমঝোতা বৈঠকের একাংশ।
Leave a Reply