বংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব আনিছ মাহমুদ কচুয়া মডেল মসজিদের কাজ পরিদর্শন করছেন। তিনি ৫ ডিসেম্বর শনিবার কচুয়ায় গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রনালয়ের আওতায় নির্মনাধীন মডেল মসজিদের নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে মহাপরিচালক আনিছ মাহমুদ কাজের মান ও অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারকে নির্ধরিত সময়ে মান সম্পন্ন কাজ করার নির্দশ প্রদান করেন এবং কচুয়া উপজেলা নির্বাহী অফিসারকে কাজের তদারকি করার নির্দেশনা প্রদান করেন।পরিদর্শন কালে তিনি বলেন প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মান করা হবে। প্রায় ১১ কোটি ১২ লক্ষ টাকা ব্যায়ে উপজেলা পর্যায়ের মসজিদ গুলিতে ৯শত মুসুল্লি একসাথে নামাজ আদায় করার ব্যবস্থা থাকছে। তাছাড়া তিনতলা বিশিষ্ট আধুনিক কারুকার্য খচিত প্রতিটি মসজিদে পাঠাগার,লাইব্রেরী,মৃত ব্যাক্তির জানাজা,ইমাম প্রশিক্ষন ও বিদেশী মেহমানদের থাকার ব্যবস্থা থাকছে।
ছবি: কচুয়ায় মডেল মসজিদের নির্মান কাজ পরিদর্শন করছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপচিালক আনিছ মাহমুদ,উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভসহ সংশ্লিষ্ট গনপূর্ত বিভগের প্রকৌশলী বৃন্দ।
মানুষের মাঝে ধর্মীয় চেতনাবোধ সৃষ্টি করে আদর্শ মানুষ হিসেবে বিশ্বভ্রাতৃত্ববোধ ,পরমত সহিষ্ণুতা , ন্যায় বিচার ও ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করে আদর্শ মানুষ গড়তে ইসলামিক ফাউন্ডেশন প্রতি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরী করছে। মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় ও সানুগ্রহে প্রন্তিক পর্যায়ে মানুষের মাঝে ইসলাম ধর্মের প্রচার ও প্রসার বৃদ্ধি করে নৈতিক শিক্ষা ,ধর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি করে আদর্শ মানুষ হিসেবে প্রতিষ্ঠা করতে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে প্রধান মন্ত্রী শেখ হাসিনর রুপকল্প ৪১ বাস্তবায়নে ইসলামমিক ফাউন্ডেশন কাজ করছে। তাই মুজিব শতবর্ষকে সামনে রেখে ২০২১ সালের জানুয়ারী মাসে মাননীয় প্রধানমন্ত্রী আধুনিক ডিজাইনে করুকার্য খচিত ৫০টি মডেল মসজিদের উদ্বাধন করবেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক মো: খলিলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, উপবিভাগীয় প্রকেশৈলী (গনপূর্ত) মো: শাহ আলম, আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুরের ফিল্ড অফিসার বিল্লাল হোসেন,জমিদাতা সমাজসেবক মো: তাজুল ইসলাম,কচুয়া পেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার, ইসলামিক ফাউন্ডেশন কচুয়া অফিসের ফিল্ড সুপার ভাইজার হাসান মজুমদার,মডেল কেয়ার টেকার মাওলানা মোফাজ্জল হোসেন,সাধারন কেয়ার টেকার মাওলানা গোলাম কিবরিয়া,মো : শাহজাহান,মোজাম্মেল হোসেন প্রমূখ
Leave a Reply