কচুয়া পৌরসভায় কৃষি প্রণোদনার অংশ হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) কচুয়া পৌরসভা কার্যালয়ে উপজেলা কৃষি সম্প্রসারন বিভাগের উদ্যোগে ১ শত ১০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বোরো ধান , ভুট্টাা, পিঁয়াজ ও পাঁচ প্রকারের রবি শষ্যের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি পৌর মেয়র নাজমুল আলম স্বপন। এসময় তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনা কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সর্বাধিক প্রাধান্য দিয়ে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং কৃষি উপকরণ বিতরণ করছে। তাই নিজেদের স্বার্থে বর্তমান আওয়ামী লীগ সরকারকে আমাদের সমর্থন করতে হবে।কচুয়া পৌরসভার প্রধান অফিস সহকারী নাসির আলম নসু’র পরিচালনায় এসময় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর শরীফ আহমেদ মিয়া, আমিনুল ইসলাম , উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোহন সরকার টিটু, পৌরসভার হিসাবরক্ষক ইমাম হোসেন খান পিন্টু, সহকারী হিসাবরক্ষক আলমগীর হোসেন, সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, সার্ভেয়ার মো: মহসিন মিয়াসহ বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীবৃন্দ।
ছবি: কচুয়ায় কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করছেন পৌর মেয়র নাজমুল স্বপনসহ অন্যান্যরা।
Leave a Reply