“করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারন রোধ করি,স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহন করি” এই শ্লোগানে কচুয়ায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৩ ডিসেম্বর বৃহস্পতিবার কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ।উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুর রহমানের সভাপতিত্বে পরিবার কল্যাণ সেবা নিশ্চিত করার লক্ষে দিকনির্দশনামূলক বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সালাউদ্দিন মাহমুদ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারন সম্পাদক আহসান হাবীব সুমন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সমীর রায়, শাহাদাত হোসেন, মোঃ হোসাইন আহমেদ, বিশ্বনাথ, নাজিম উদ্দিন, পরিবার পরিকল্পনা সহকারী ইসমাইল হোসেন, সাগর সরকার, শাহজামান সরকার, ইদ্রিছ বকাউল প্রমূখ।
ছবিঃ কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভার একাংশ।
Leave a Reply