কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের উদ্যোগে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির জৈষ্ঠ সন্তান ড. জালাল আলমগীর শুভ’র নবম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মরহুমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ, কুরআনে খতম, স্মরণসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।
গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে দোয়া মিলাদ ও স্মরণসভায় অংশগ্রহণ করেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, কলেজের সহযোগী অধ্যাপক মামুনুর রশিদ, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেন মিয়াজীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।ছবি: কচুয়ার গুলবাহারে প্রয়াত আশেক আলী খানসহ পরিবারের অন্যান্য সদস্যদের কবর জিয়ারতের একাংশ
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন আশেক আলী খান জামে মসজিদের খতিব মাওলানা সিহাবউদ্দীন।
এসময় দোয়া ও মিলাদে অংশগ্রহণকারীগন চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট প্রয়াত আশেক আলী খান, সাবেক সংসদ সদস্য ড. মিসবাহ উদ্দীন খান, একুশে পদকপ্রাপ্দ ড. বোরহানউদ্দীন খান জাহাঙ্গীরসহ খান পরিবারের অনান্য সদস্যদের কবর জিয়ারত করেন।
প্রসংগত প্রয়াত ড. জালাল আলমগীর শুভ বোস্টন ম্যাসাচুয়েট বিশ্ববিদ্যালয়েল সহযোগী অধ্যাপক, প্রচার বিমুখ নিরপেক্ষ ও পরিমিতিবোধ সম্পন্ন সল্পসময়ের ভিতর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক ও বিশেষজ্ঞ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছেন।তিনি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ছিলেন। ড. জালাল আলমগীর ব্রাউন বিশ্ববিদ্যালয়ের, ওয়াটসন ইন্সটিটিউট, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া ইন্সটিটিউট ও দিল্লির সেন্টার ফর পলিসি রিসার্চ হিসেবে কাজ করে গেছেন।
Leave a Reply