কচুয়ায় উপজেলা পর্যায়ে পাবলিক পরীক্ষার পাশাপাশি কো-কারিকুলাম কার্যক্রমেও আশেক আলী খান স্কুল এন্ড কলেজ উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান অর্জন করেছে। কচুয়ায় ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের নাম ঘোষনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ২ ডিসেম্বর বুধবার কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ভিত্তিক বিতর্ক প্রতিযোগীতায় জুনিয়র গ্রুপ স্কুল শাখা ও সিনিয়র গ্রুপ কলেজ শাখা (উভয় গ্রুপে) শ্রেষ্ঠত্ব অর্জন করে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ।
তাছাড়া ২৩ নভেম্বর উদ্বোধনী দিনেও উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় অংশ গ্রহন করে জুনিয়র গ্রুপ স্কুল শাখা ও সিনিয়র গ্রুপ কলেজ শাখা উভয় গ্রুপে আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রথম স্থান অর্জন করছে। শ্রেষ্ঠত্ব অর্জন করায় কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান কচুয়া উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ, কচুয়া উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) সুলতানা খানম , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলী আশরাফ খান,উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানা , সম্মানিত বিচারক মন্ডলী, প্রাতষ্ঠানের শিক্ষকদের ধন্যবাদ ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
ছবি: কচুয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান ভিত্তিক বিতর্ক প্রতিযোগীতায় পুরস্কার গ্রহন করছেন আশেক আলী খান স্কুল এন্ড কলেজ ।
Leave a Reply