মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের সহকারি বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মকবুল হোসেন বলেছেন অনলাইন শিক্ষা কার্যক্রমে কচুয়ার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ অনুকরনীয়। বৈশ্বিক পরিস্থিতিতে করোনা ভাইরাস কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের সময় ২৭ মার্চ থেকে এ বিদ্যালয়টি শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মেনে অনলাইনে প্রতিটি ক্লাশের শিক্ষার্থীদের জন্যে পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালযের অফিস কক্ষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রীর ছবি যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষন, শিক্ষার্থীদের এ্যাসাইনমেন্ট দেওয়া ও মুল্যায়ন, ল্যাব, শৌচাগার ,স্যানিটেশন ব্যবস্থা, পরিস্কার পরিচ্ছন্নতা, বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন শেষে ২৮ নভেম্বর শনিবার সন্তুষ্টি প্রকাশ করে করে উপরেক্ত কথা বলেন। তিনি সকল বিদ্যালয়ের প্রধানদের জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রীর ছবি যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষন,শিক্ষক ও অভিভাবকদের সাথে ভার্চুয়াল পদ্ধতিতে সভা, মোবইলের মাধ্যমে শিক্ষার্থীদের নির্দেশনা এবং ্এাসাইনমেন্ট ও মূল্যায়ন সম্পর্কে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মেনে চলার পরমর্শ প্রদান করেন। তিনি আরো বলেন করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সকলকে অবশ্য মাস্ক ব্যবহার ও আরো সচেতন হতে হবে। ছবি: রগুনাথপুর উচ্চ বিদ্যালযৈর শিক্ষক কর্মচারীদের সাথে মতবিনিময়সভার একাংশ।
একই দিনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের সহকারি বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মকবুল হোসেন ,রগুনাথপুর উচ্চ বিদ্যালয় এবং মনোহরপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, রগুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাকির হোসেন ,মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল খায়েরসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীবৃন্দ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন।
ছবি: আশেক আলী খান স্কুল এন্ড কলেজে শিক্ষকদের সাথে শিক্ষামন্ত্রনালয়ের নির্দেশনা প্রদানকরছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কুমিল্লা অঞ্চলের সহকারি বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ মকবুল হোসেন ,পাশে প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের একাংশ।
Leave a Reply