কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায় সংক্রমন মোকাবেলায় চাঁদপুরে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে সরকারি বেসরকারি প্রায় ১২শ প্রতিষ্ঠান সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। ১৮নভেম্বর বুধবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চাঁদপুর জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়। সকালে চাঁদপুর স্টেডিয়ামের সম্মুখ থেকে জেলা প্রশাসক মাজেদুর রহমানের খানের নেতৃত্বে বাইসাইকেল র্যালি বের হয়ে চাঁদপুর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।এ সময় জনগনের মাঝে লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। অতিরিক্তি জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ জামান, এনডিসি মেহেদী হাসান মানিক , চাঁদপুর পৌর সভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, পুলিশ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ,গন্যমান্য ব্যাক্তিবর্গ র্যালিতে অংশ গ্রহন করেন।এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক ব্যবহারে জনসচেতনতায় মানববন্ধন ও বিভিন্ন লিফলেট বিতরণ করে।
Leave a Reply