কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায় সংক্রমন মোকাবেলায় কচুয়া উপজেলা প্রশাসন ও বিভন্ন সংগঠনের গনসচেতনতামূলক ব্যাপক প্রচারণা কর্মসূচি পালিত হয়েছে। ১৮নভেম্বর বুধবার কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তর থেকে ব্যানার,ফেস্টুনসহ সচেতনতামূলক র্যালি বের হয়ে বিশ্বরোড এলাকা প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয় । এ সময় পৌর এলাকার জনগনকে মাস্ক ব্যবহার করতে সচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ,ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, সহকারি কমিশনার ভ’মি একি মিত্র চাকমা, কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন, পুলিশ বিভাগের কর্মকর্তা , চাঁদপুর পল্লী বিদ্যুত সমিতি-১ কচুয়া জোনাল অফিস,কচুয়া প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ,গন্যমান্য ব্যাক্তিবর্গ র্যালিতে অংশ গ্রহন করেন।
একই দিনে কোভিড-১৯ এর দ্বিতীয় পর্যায় সংক্রমন মোকাবেলায় কচুযা বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ শাহ মো: জালাল উদ্দিন চৌধুরী ,আশেক আলী খান স্কুল এন্ড কলেজ কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান, সচার বহু মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলমগীর হোসেন মোল্লা , নন্দনপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জনগনের মাঝে মাস্ক বিতরণ ও হাত ধোয়া কর্মসূচি পালন করেছে।
কচুয়া উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার ও সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন স্থানে অনুরুপ কর্মসূচি পালন করা হয়।
এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান করোনার দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক ব্যবহারে জনসচেতনতায় র্যালি ,হাত ধোয়া, লিফলেট ও মাস্ক বিতরণ বিতরণ করেছে।
Leave a Reply