কচুয়া উপজেলার একমাত্র মহিলা কলেজ ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। গ্রামীন পরিবেশে পশ্চাৎপদ সমাজকে নারী শিক্ষায় এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে কলেজটির যাত্রা শুরু করে গুনগত মানসম্পন্ন শিক্ষা অর্জনের মাধ্যমে কুমিল্লা শিক্ষা বোর্ডে নিজেদের শ্রেষ্ঠত অর্জন করে নিয়েছে।
জানা গেছে মার্চ মাস থেকে মহামারী করোনার প্রার্দুভাবে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় ।পরবর্তীতে সরকারি নির্দেশনানুযায়ী মে মাস থেকে শিক্ষার্থীদেরকে পাঠ্যক্রমের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করে। প্রতিদিন প্রতিষ্ঠানের দক্ষ শিক্ষকগন অনলাইনে একাদশ ও দ্বাদশ শ্রেণির বিভিন্ন বিভাগের বিষয় ভিত্তিক ১৯জন শিক্ষক শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে পাঠদান উৎসাহিত করে আসছে।
কলেজের অধ্যক্ষ মো: শহিদুল ইসলাম জানান, আমাদের প্রতিষ্ঠানের প্রায় ৭শত শিক্ষার্থীকে পাঠ্যক্রমে মনোনিবেশর লক্ষে আমরা অনলাইন শিক্ষা কার্যক্রমের আওয়ায় নিয়ে এসেছি।এতে করে শিক্ষার্থীগন পাঠ্য বিষয়ে মনোনিবেশ করে ভবিষ্যতে ভালো ফলাফল অর্জন করবে। এবং পরবর্তী পরীক্ষাগুলোতে তারা ভালো ফলাফল করে প্রতিষ্ঠানের সুনাম অব্যাহত রাখবে।
ছবি: ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ ও অনলাইন শিক্ষা কার্যক্রমের একাংশ
Leave a Reply