কচুয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রায় ৬০ সুবিধাভুগীদের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করা হয়েছে। ১৫ নভেম্বর রবিবার পৌর সভা মিলনায়তনে পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌর সচিব জহিরুল ইসলাম সর্দার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, কাউন্সিলর আমিনুল হক, জাহাঙ্গীর আলম মোল্লা, পৌর সভার প্রধান সহকারী নাসির আলম নসু, পৌর যুবলীগ নেতা সাইফুল ইসলাম সোহাগ, তাজির, কচুয়া পৌর ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম দিপুসহ অনান্যরা।
এসময় পৌর মেয়র নাজমুল আলম স্বপন সুবিধাভুগীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের আর্থিক সহযোগীতা প্রদান করছেন। ভাতার কার্ড করে দেওয়ার নাম করে কাউকে কোন প্রকার উৎকোচ প্রদান করবেন না।
আলোচনা শেষে সুবিধাভুগী ৬০জনের মঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করেন অতিথিবৃন্দ।
ছবি: কচুয়া পৌরসভায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার বই বিতরণ করছেন পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন।
Leave a Reply