কচুয়া উপজেলার রহিমানগর বাজারে ভ্রাম্যমাণ আদালতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন এবং মাস্ক ব্যবহার না করায় অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। ১১ নভেম্বর সকালে কচুয়া উপজেলার রহিমানগরের সাহারপাড় দিঘীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় ড্রেজারের মালিক পলাতক থাকায় ড্রেজারের সংযোগ বিচ্ছিন ও তার কার্যক্রম বন্ধ ঘোষনা করেন। ।তাছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশন করার অভিযোগে রাজ হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানাসহ একই বাজারে মাস্ক ব্যবহার না করার অভিযোগে ১০ জনকে ৪ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ । ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহরিয়ার শাহীন ও ইউপি সদস্য জহির মেল্লা ও বিল্লাল হোসেন,আইনশৃংখলার দায়িত্বে নিয়োজিত কচুয়া থানা পুলিশ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা করেন।
ছবি: কচুয়ার রহিমানগরে ভ্রাম্যমান আদালতের একাংশ
Leave a Reply