কচুয়া পৌর বাজারের ধান বাজার সংলগ্ন পশ্চিমের ব্রীজটি এখন হকারদের দখলে। ব্রিজির উপর প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ব্রীজের উপর দুপাশে দোকান বসিয়ে বেচাকেনা চলছে। যে খান থেকে বাজারের ইজারাদার দৈনিক হারে টাকা তুলছে বলছে দোকনীরা জানায় । আবার ব্রীজের উপর সিএনজি স্টান্ড গড়ে উঠেছে । ফলে প্রতিদিন ওই স্থান দিয়ে যান ও জন চলাচলের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। জনমনে প্রশ্নকোন নীতমালায় ব্রীজের উপর কতৃপক্ষ ইজারাদারকে লীজ দিয়েছে। স্থানীয়রা ব্রীজের উপর থেকে দোকান ও সিএনজি স্টান্ড তুলে দিয়ে যান ও জন চলাচলের উপযোগী করতে যথাযথ কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছে।
ছবি: কচুয়া ধান বাজার সংলগ্ন ব্রীজের একাংশ
Leave a Reply