কচুয়া উপজেলার সাচার,পালাখাল ,পাথৈর এলাকায় অবৈধ গ্যাস সংযোগ ও ব্যবহারের দায়ে ভ্রাম্যমান আদালতে ১৬ জনকে ৪১হাজার টাকা জরিমানা করা হয়েছে। ৩ ও ৪ নভেম্বর কচুয়ার উত্তর এলাকার সাচার,পালাখাল ,পাথৈর এলাকায় অনুমোদনহীন গ্যাস লাইন টেনে বসত বাড়িতে সংযোগ দিয়ে ব্যবহার করার দায়ে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ক/১১(১) এর আইনে পালাখাল গ্রামের সিরজুল ইসলামের স্ত্রীসহ একই বাড়ির ৬জনকে বিশ হাজার টাকা,একই গ্রামের মজিবুর রহমানের ছেলে রুবেল সরকারসহ ৪জনকে ৫হাজার ,পাথৈর গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী সেলিনাসহ ৫জনকে ১০ হাজার,সাচার গ্রামের জয়নাল আবেদিনের ছেল নুরে আলমকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার(ভ’মি) একি মিত্র চাকমা। এ সময় এসময় বাখরাবাদ গ্যাস কোম্পানীর কুমিল্লা অঞ্চলের ব্যবস্থাপক নিরাপত্তা মো: শাহজাহান ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগীতা প্রদান করেন। স্থানীয়রা জানায় একটি সিন্ডকেট অবৈধভাবে লাইন টেনে বিভিন্ন এলাকায় এলাকায় গ্যাস ব্যবহার করে আসছে। তাছাড়া অবৈধভাবে গ্যাস লাইন নিয়ে গ্যাস ব্যবহার করায় দিনের বেলায় কচুয়া পৌর এলাকায় গ্যাস থাকেনা। ফলে কচুয়া পৌর এলাকায় বসবাসকারী জনগন প্রতিমাসে গ্যাসের বিল পরিশোধ করেও সিলিন্ডার গ্যাস ক্রয় করে ব্যবহার করে রান্না করতে হচ্ছে। স্থানীয়রা গ্যাসের সংকট থেকে উত্তোলনের জন্য যথাযথ কতৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছে।
Leave a Reply