কচুয়ার কৃতি সন্তান অধ্যাপক ড মো: শাহ এমরান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমেস্ট্রি বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন।কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দেয়াটি গ্রামের অধিবাসী অধ্যাপক ড. মো: শাহ এমরান ১ নভেম্বর রবিবার প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমেস্ট্রি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী চেয়রম্যান প্রফেসর ড.খালিদ হোসেন,ফার্মেসী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ফিরোজ আহমেদ,প্রফেসর ড.আবু আসাদ,ড.রুহুল কুদ্দুস,বিভাগীয় কর্মকর্তা,অন্যান্য সস্টাফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমেস্ট্রি বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন,রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শিক্ষকতার পাশাপশি অধ্যাপক ড.মো: শাহ এমরান ঢাকাস্থ কচুয়া কল্যান সংঘের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক।ওই সংঘঠনের পক্ষ থেকে তাঁর ও প্রয়াত সভাপতি আব্দুল লতিফ মজুমদারের ব্যবস্থাপনায় কচুয়ার মুক্তিযুদ্ধের ইতিহাস,কচুয়ার ইতিহাস নামে দুটি সংকলন রচনা করেছেন। অধ্যাপক ড মো: শাহএমরান তাঁর কৃতকর্মের জন্যে কচুয়াবাসীর নিকট স্মরনীয় হয়ে থাকবেন। কচুয়ার একজন মেধাবী শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমেস্ট্রি বিভগের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় কচুয়া প্রেসক্লাব ও কচুয়া বার্তার পক্ষ থেকে মো: আলমগীর তালুকদার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
Leave a Reply