কুচো মাছ অঞ্চল বেধে নাম ভিন্ন হতে পারে মাছটির নাম কুচো। এটি পুকুর,খাল বিল হাওড় এলাকায় পানির নীচে মাটিতে বসবাস করে। কিছু পেশাজীবি মানুষ কুচো মাছ ধরে বাংলাদেশ থেকে বিদেশে রপ্তানী করে জীবিকা নির্বাহ করেছে। এক ধরনের পেশাজীবি মানুষ সারা রাত জেগে কেচোঁ দিয়ে বাঁশের বিশেষ ধরনের নির্মিত খাঁচা পানির নীচে খাল বিলে পুতে রাখে । যেখানে খাবার খেতে এসে কুচো এর মধ্যে প্রবেশ করে আর বাহিরে যেতে পারেনা । সকাল বেলা বাঁশের নির্মতি খাঁচা গুলি থেকে কুচো সংগ্রহ করে স্থানীয় ব্যবসয়ীর নিকট বিক্রি করে দেয়। যা পরবর্তিতে ঢাকা থেকে বিদেশে রপ্তানী করা হয়। এত করে যারা এ মাছটি ধরে তারা মাসে ৫০/৬০ হাজার টাকা রোজগার করে । এভাবেই এ পেশার লোকজন কুচো ধরে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে।
Leave a Reply