কচুয়া উপজেলার গোহট উত্তর ও সাচার ইউনিয়নের উপনির্বাচনে আওয়মিী লীগের মনোনীত নৌকা প্রতীকের দুই প্রার্থী মো: কবির হোসেন ও মো: মনির হোসেন বিজয়ী হয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার উপ নির্বচনে গোহট উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: কবির হোসেন ৬হাজার ৪শত২০ ভোট পেয়ে নির্বাচিত হয়। প্রতিদ্বন্ধি আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাঈদ মোরশেদ পলাশ ৪হাজার৬শত৭২ ভোট পেয়েছে। কাষ্টিং ভেটোর হার শকরা ৫৫.৪০ভাগ। অপরদিকে সাচার ইউনিয়নে আওয়মিী লীগের মনোনীত প্রার্থী মো: মনির ৮ হাজার ৩শত ৯০ভোট পেয়ে বিজয়ী হয়েছে। নিকটতম প্রতিদ্বন্ধি আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের এসএম শুভ পেয়েছে ৩হাজার ৯শত ৬ ভোট পয়েছে। আনারস প্রতীকের মো: মোশারফ হোসেন ভুইয়া পেয়েছে ৫শত০৭ ভোট।
আওয়ামী লীগ ও একই দলের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দুএকটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া হলেও কোন প্রখার বড় ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোট গ্রহন কালে আইন অমান্য করায় ৫জনকে ৭ দিনে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রে ও উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ।
Leave a Reply