কচুয়ার ১নং সাচার ও ১০ নং গোহট উত্তর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর (রবিবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।তিন বলেন সুষ্ঠভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সবাই আমাদের লোক ।২০ তারিখের নির্বাচনের পর সবাই একসাথে থাকতে সেক্ষেত্রে নির্বাচন নিয়ে সহিংসতা পরিহার করে জনগনের রায় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। নির্বাচনে জয় পরাজয় থাকবেই। উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ বলেন নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী সুষ্ঠ ও অবাধ হবে। এসময় দুটি ইউনিয়নের নির্বাচনের সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, রির্টানিং অফিসার ও কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিক।এসময় অনান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. ওয়ালী উল্লাহ অলি।
সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে বক্তব্য রাখেন, গোহট উত্তর ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মো: কবির হোসেন, আসারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাঈদ মোরশেদ পলাশ, সাচার ইউনিয়নের ধানের শীষ প্রতীকের প্রার্থী আসকর আলী, আসারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন ভূইয়া
ছবি: কচুয়ায় সাচার ও গোহট উত্তর ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে বিশেষ আইন শৃংখলা বিষয়ক সভার একাংশ।
Leave a Reply