কচুয়ায় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে কচুয়া থানা প্রশাসনের সাথে মতবিনিময় সভা করেছেন। ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে থানা প্রশাসনের আয়োজনে কচুয়া থানা মিলনায়তনে ওসি ওয়ালী উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শারদীয় দূর্গাপূজা উৎসব নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে এবং সরকারের স্বাস্থ্য বিধি ও নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে পূজা উদযাপনের লক্ষে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহনে ওসি ওয়ালী উল্লাহ (অলি) বলেন, প্রতিটি পূজা মন্ডপে সার্বক্ষনিক প্রাথমিক নিরাপত্তা নিশ্চিত করনে স্ব-স্ব পূজা উদযাপন কমিটি কতৃক পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিটি মন্ডপে স্বাস্থ্যবিধি শতভাগ নিশ্চিত করতে হবে। প্রতিটি মন্ডপের স্বেচ্ছাসেবকরা সর্বদা সতর্ক অবস্থানে থাকতে হবে। কচুয়ার ৩৯ টি পূজা মন্ডপে পুলিশের কয়েকটি টহল টিম সবসময় টহলরত অবস্থায় থাকবে। পূজামন্ডপের আশে পাশে সন্দেহজনক কাউকে ঘুরাফেরা করতে দেখলে টহলরত পুলিশকে অবহিত করবেন নতুবা থানায় সংবাদ দিয়ে পুলিশকে সহযোগীতা করবেন। এসময় পূজায় সাউন্ড সিস্টেম ব্যবহার না করা এবং আযান ও নামাজের সময় মাইক বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন ওসি ওয়ালী উল্লাহ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ সাহার সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহীম খলিল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার ,পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সনতোষ চন্দ্র সেন, সিনিয়র সহসভাপতি অজিৎ কুমরা কর, সহ-সভাপতি শিবু লাল সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রাণধন দেব প্রমূখ।
এসময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলার ৩৯ টি শারদীয় দূর্গা মন্দিরের সভাপতি-সাধারণ সম্পাদক এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।
প্রসংগত: আগামী ২২ অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে শারদীয় দূর্গপূজা শুরু হয়ে ২৬ অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দূর্গপূজা সম্পন্ন হবে।
ছবিঃ কচুয়ায় পূজা উদযাপন পরিষদের সাথে মতিবিনময় সভায় বক্তব্য রাখছেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ (অলি)।
Leave a Reply