আগামী ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য সাচার ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার পোষ্টারে ছেঁয়ে গেছে সমগ্র নির্বাচনী এলাকা। প্রার্থীগন ভোর থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত ভোটারদের ধারে ধারে ভোট প্রার্থনা করে চলছেন।
সাচার ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনির হোসেন ইউনিয়নের জয়নগরে পথসভা করেছেন। ১৪ অক্টোবর বুধবার বিকেলে সাচার ইউনিয়নের জয়নগর এলাকায় স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমার রাজননৈতিক জীবন যুবলীগ থেকে শুরু করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মাধ্যমে এ এলাকার দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগনকে সেবা দিয়ে আসছি। তাছাড়া সাচার ইউনিয়নের ইউপি সদস্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহনের মাধ্যমে মানুষের কল্যানে কাজ করছি। আমি কখনোই কারো ক্ষতি করিনি। এসকল বিষয় চিন্তা করে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন। আমি এলাকার মানুষের সুখ দু:খে সব সময় আছি এবং থাকব। আমাকে ২০ অক্টোবর নির্বাচনে দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলে আমি সম্মিলিতভাবে সকলকে সাথে নিয়ে সাচার ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করব। এবং ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির সহযোগিতায় আমি এলাকার রাস্তাঘাট, ব্রীজ কালভার্টসহ সংস্কার ও নির্মানসহ সকল উন্নয়ন নিশ্চিত করব ইনশাআল্লাহ।
ছবি: কচুয়ার সাচার ইউনিয়নের জয়নগর এলাকায় আওয়ামী লীগের পথসভায় বক্তব্য রাখছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন।
কচুয়া উপজেলা যুবলীগের সদস্য বাবুল ভূইয়ার সঞ্চালনায় এসময় পথসভায় বক্তব্য রাখেন, সাচার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু, ইউপি সদস্য শফিকুল ইসলাম পাখি, গোলাম মোস্তফা মেম্বার, আওয়ামী লীগ নেতা আজম সরকার, নওসাদ সরকার, শফিকুর রহমান, আক্তার হোসেন, রুহুল আমিন বেপারী, ইসরাফিল, উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক নিমাই চন্দ্র সরকার, ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন তালুকদার, যুবলীগ নেতা মোস্তফা কামাল, দেলোয়ার হোসেন, লিটন সরকার, মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দীন সরকার, ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ প্রমূখ।
ছবি: কচুয়ার সাচার ইউনিয়নের জয়নগর এলাকায় আওয়ামী লীগের পথসভায় বক্তব্য রাখছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন।
Leave a Reply