কচুয়ার সাচার বাজারে আধুনিক মান সম্পন্ন চিকিৎসা সেবা প্রদানের প্রত্যয়ে নিজস্ব ভবন মজুমদার টাওয়ারে রেনেসাঁ হাসপাতালের কার্যক্রম শুরু হয়েছে। ৩ অক্টোবর সকালে আধুনিক মানসম্পন্ন সব ধরনের চিকিৎসা সেবার কার্যক্রম এবং দোয়া মিলাদ ও ওই দিন বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্বোধন করেন সাবেক সিভিল সার্জন ডা: শহীদ উদ্দিন।
ছবি: কচুযার সাচার বাজারে রেনেসাঁ হাসপাতালের নতুন নিজস্ব ভবনে দোয়া মিলাদের একাংশ
সাচার বাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা মো: দেলোায়ার হোসেনের সভাপতিত্বে ও রেনেসাঁ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সমাজ সেবক জিয়া উদ্দিন মজুমদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহিউদ্দিন মজুমদার। এ সময় তিনি বলেন রেনেসাঁ হাসপাতাল এই অঞ্চলের জনগনকে উন্নত চিকিসৎক ও আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ব ল্যাব এর মাধ্যমে ঢাকার ন্যায় মানসম্পন্ন চিকিৎসা সেবা প্রদান করার উদ্দেশ্যে নিজেদের ভবনে কার্যক্রম চালু করেছি। তাছাড়া গরীব রোগীদের জন্যে বিশেষ চিকিৎসা সেবার সুযোগ রয়েছে।
এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো: মকবুল হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালেক, সাবেক শিক্ষক আবদুল লতিফ প্রমূখ। দোয়া মুনাজাত পরিচালনা করেন সাচার উচ্চ বিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা আবু হানিফ। দোয়া মুনাজাত শেষে ফিতাকেটে নিজস্ব ভবনে রেনেসাঁ হাসপাতালের কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
ছবি: কচুযার সাচার বাজারে রেনেসাঁ হাসপাতালের নতুন নিজস্ব ভবনে দোয়া মিলাদের একাংশ উদ্বোধনের একাংশ
Leave a Reply