কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেট টুর্নমেন্টের উদ্বোধন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার দক্ষিন নলুয়া নবীন সংঘের আয়োজনে নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনোত্তর সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া থানার ওসি মো: ওয়ালী উল্লাহ, প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব। এ সময় কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ বলেন খেলাধুলা যুবকদের মানষিক ও শারিরিক বিকাশ ঘটায়।মাদক ও বাল্য বিবাহ রোধে সবাইকে সচেতনতার সাথে কাজ করতে হবে। ্্্ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব বলেন আসুন মুজিব শতবর্ষে আমরা মাদককে না বলি।এই এলাকায় কেউ মাদকের সাথে সম্পৃক্ত থাকলে তাকে পুলিশে সোপর্দ করুন। আমরা আমাদের সন্তানদের সুশিক্ষিত করতে হলে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। তাই পড়ালেখার পাশাপাশি খেলাধলুায় ছেলে মেয়েদের আগ্রহী করতে হবে।
ছবি:প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখছেন মুক্তিযোদ্ধা ইঞিজনিয়ার একেএম আব্দুল মোতালেব
নলুয়া দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি জাকির হোসেন বাচ্ছুর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সুমন মিয়াজীর পরিচালনায় খেলা উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ পাটওয়ারী প্রমূখ। উদ্বোধনী দিনে নলুয়া বাজার ইয়াং স্টার ও এনায়েতপুর আনন্দ স্পোটিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়।এ সময় বিপুল সংখ্যক দর্শক ওই মাঠে খেলা উপভোগ করেন।
ছবি:প্রধান অতিীথর বক্তব্য রাখছেন কচুয়া থানার ওসি ওয়ালী উল্লাহ
Leave a Reply