কচুয়া পৌরসভা নির্বাচন-২০২০ উপলক্ষে প্রার্থীদের প্রচার প্রচারণা শুরু হয়েছে। বর্তমান পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হবে ২৪ ফেব্রুয়ারি ২০২১ সালে। সে অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে পৌর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কচুয়া পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৪টি গ্রামে ১৯হাজার ৪শত ১৫জন ভোটার রয়েছে। নির্বাচনকে ঘিরে বিএনপি আওয়ামী লীগ দুদলের প্রার্থীরাই ব্যাপক প্রচার প্রচারণা শুরু করেছে। বিভিন্ন প্রার্থীর সমর্থকগন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাছাড়া পৌরসভার বিভিন্ন এলাকায় প্রার্থীদের রঙ্গিন ব্যানার পেষ্টুন দেখা যাচ্ছে। দুদলের সম্ভাব্য প্রার্থীগন দলীয় মনোনয়নের আশায় দলীয় হাইকমান্ডে জোর লবিং তদবির চালিয়ে যাচ্ছে।
পৌরসভার প্রতিটি অলিতে গলিতে চায়ের দোকানে ঝল্পনা কল্পনা চলছে কে হবে কচুয়া পৌরসভার পরবর্তী মেয়র ও কাউন্সিলর।আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন: বর্তমান উপজেলা যুবলীগের সভাপতি মেয়র নাজমুল আলম স্বপন, কচুয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, সাধারণ সম্পাদক ইকবাল আজীজ শাহিন, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমেদ সুজন, কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি সাবেক ছাত্রনেতা জাকির হোসেন বাটা, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মনির হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব প্রাঞ্জল, আওয়ামী লীগ নেতা মো. জামাল হোসেন, আওয়ামী লীগ নেতা মো. মাসুদ হোসেন প্রমূখ।
অপরদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা হচ্ছে, কচুয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলনের একান্ত ব্যক্তিগত সহকারী বিএনপি নেতা মো. মাহবুব আলম।
প্রসংগত: সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির একান্ত প্রচেষ্টায় ১৯৯৮ সালের ১০ সেপ্টেম্বর কচুয়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়।
Leave a Reply